Ask Question - Get Answer

1 Ans যেসব কারণে জীবনে অন্তত একবার ছ্যাঁকা খাওয়া জরুরী জেনে নিন

Asked by Tajrimun Elisha (2 Golds) Thursday, 01 Aug 2019, 02:04 PM at (Education Lesson)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

প্রেম করে কেউ উন্নতি লাভ করে, কেউবা ক্ষতির শিকার হয়। আর প্রেমের কয়েকটি অদ্ভুত বৈশিষ্ট আছে। 

  • বিপরীত লিঙ্গের মানুষের প্রতি প্রেম খুব ভাল ভাল কারণেই শুরু হয়। 
  • প্রেমের শুরুতে ব্যাপক আবেগ ও টানটান উত্তেজনা থাকে। মাঝে কমে যায়। শেষের দিকে মোটামুটি থাকে। শেষ না হলে মাঝামাঝি পর্যায়ে থাকে। 
  • একবার প্রেম শুরু করলে সে প্রেম সহজে শেষ হতে চায় না, কারও না কারও সাথে চলতেই থাকে। 

এখন, যে কারণে প্রেমে ছ্যাকা খাওয়া জরুরী - 

  • অল্প বয়সের প্রেমে অনেক আবেগ কাজ করে, বাস্তবতাকে অনেক সহজ মনে হয়। কিন্তু প্রেমের মাঝপথে যখন বাস্তবতায় কেউ হেরে যায় তখনি প্রেমে ভাঁটা পড়ে। এই সুযোগে কেউ কাউকে ভুলও বুঝতে পারে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সব কাজ করতে হয়, এটা বুঝার জন্য ছ্যাকা খাওয়া জরুরী। 
  • আপনি প্রেমে পড়লে দেখবেন, সকালে মনের অবস্থা একরকম, দুপুরে একরকম, সন্ধায় একরকম, রাত্রে একরকম। ফলে আপনার দৈনন্দিন কাজে ব্যাঘাত হতেই পারে। তাছাড়া দেখবেন, মনের অবস্থার সাথে সাথে কোন গান মিললে সেই গান ভাল লাগে, না হলে লাগে না। একই গান যদি সকালে ভাল লেগে বিকালে ভাল না লাগে, মহাবিপদ। তাই সব গান সুষমভাবে ভাল লাগার জন্য প্রেমে ছ্যাকা খাওয়া জরুরী। 
  • ছ্যাকা খেলে মানসিক অবস্থা ভাল থাকে না, ঠিক আছে, কিন্তু আপনি একটু উদ্যমী হলেই দেখবেন, যে কাজটা শুরু করেছেন, সেটা যতই কঠিন হোক, সে পড়াটা যতই কঠিন হোক, হয়ে গেছে খুব সহজে। এই সুবিধা পাওয়ার জন্যও ছ্যাকা খাওয়া জরুরী।
  • আপনি যদি ছাত্র হয়ে থাকেন, তবে দেশের চাকরির বাজার নিশ্চয় জানা বা এ ব্যাপারে ভাবেন। হাতে টাকা কিংবা ক্ষমতা না থাকলে যে কি অবস্থায় পড়তে হয়, নিশ্চয় জানা আছে। প্রেমে তো এসবের শুধু অপচয় হয়, এসব অপচয় থেকে মুক্তির জন্য ছ্যাকা খাওয়া জরুরী। 
  • ছ্যাকা খেলে তো মনের মানুষ হারিয়ে ফেলতে পারি, মোটেও নাহ। আপনি বন্ধুত্ব বজায় রাখলে কেউ আপনার থেকে দূরে যাবে না। অমায়িক ব্যবহার করতে শিখুন। পাশেই থাকবে। আর যদি আপনি ইসলাম ধর্মের হয়ে থাকেন, তবে শুনেন, আপনার বউকে আপনার বাম পাঁজরের হাড় থেকে বানিয়েছেন আল্লাহ পাক। তাই আপনি অনেকদিন প্রেমের পরেও বিয়ে না হওয়া খুব স্বাভাবিক। আল্লাহ পাকই জানেন সবকিছু, তাই তার উপরি ভরসা রাখুন। নিজের যোগ্যতা অর্জন করুন। আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখুন। এভাবে সবার সাথে সমানভাবে মিলেমিশে চলতে শেখার জন্য প্রেমে ছ্যাকা খাওয়া জরুরী।
  • একথা সকল  কাপল জুটিই স্বীকার করবে যে, তারা একে অপরের মন লেনাদেনা করার পর, একে অপরের মনে ব্যাপক প্রভাব বিস্তার করে। একজন সঙ্গীর চিন্তা চেতনা সংকীর্ণ হলে দুজনেরই সংকীর্ণ হয়ে যায়। ফলে মনের স্বাধীনতা ও সৃজনশীলতা হ্রাস পায়। ফলে নতুন কিছু করার জন্য প্রেমে ছ্যাকা খাওয়া জরুরী। 

আশা করি, আপনি চিন্তা ভাবনা করলে আরও অনেক কিছু খুঁজে পাবেন। ধন্যবাদ। 

Answered by AL MaMun (4 Golds) Thursday, 01 Aug 2019, 02:36 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস মনে রাখার টেকনিক

1 Ans রবীন্দ্রনাথ ঠাকুর এর সকল সাহিত্যকর্ম মনে রাখার শর্ট টেকনিক বা কৌশল - খুব সহজেই মনে রাখুন

1 Ans বিভিন্ন কবি সাহিত্যিক লেখকের ছদ্মনাম নিয়ে আর নয় Confusion - জেনে নিন মনে রাখার কৌশল

1 Ans আইন সংক্রান্ত পরিভাষা সমূহ জেনে নিন এখানে

1 Ans ভাইভা বোর্ড এ সফলতার ১০ টি গোপন রহস্য জেনে নিন আজ - Get success in a viva exam

1 Ans Which is the National Encyclopedia of Bangladesh? - বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ

1 Ans শামসুদ্দীন আবুল কালামের সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক

1 Ans আবু ইসহাক এর সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক

3 Ans How to find day name from any date and year?

1 Ans Write tree plantation paragraph